
ইতালিয়ান কাপে সেমিফাইনালের প্রথম লেগে ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রেখেছে জুভেন্টাস। অথচ ম্যাচের শুরুটা আধিপত্যে শুরু করেছিল ইন্টার মিলান।
৯ মিনিটে দলটিকে এগিয়ে নেন লাউতারো মার্টিনেজ। কিন্তু ২৬ মিনিটে সমতা ফেরায় জুভেন্টাস। তাও আবার পেনাল্টি থেকে। বক্সে হুয়ান কুয়াদ্রাদোকে টেনে ধরেছিলেন অ্যাশলে ইয়াং। ফলাফল ভার রিভিউ দেখেই স্পট কিকের সিদ্ধান্ত দেন রেফারি। সেখান থেকে গোল করতে ভুল করেননি রোনালদো।
সমতা ফেরানোর পর জুভেন্টাস আরও চাপ দিয়ে খেলতে থাকে। তাতেই ৩৫ মিনিটে আসে দ্বিতীয় গোলটি। ইন্টার গোলকিপার হান্ডানোভিচ ও ডিফেন্ডার বাস্তোনির ভুল বোঝাবুঝির সুযোগে ফাঁকা জাল পেয়ে গোল করেন পর্তুগিজ যুবরাজ।
দ্বিতীয়ার্ধে বেশ কয়েকবার চেষ্টা করেও ব্যবধান বাড়াতে পারেনি ইন্টার। বরং তাদের হতাশ করেছেন জুভেন্টাস গোলকিপার বুফন। দ্বিতীয় লেগে তারা আবার মুখোমুখি হবে ৯ ফেব্রুয়ারি।
অপর দিকে প্রিমিয়ার লিগে গোল উৎসব করে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ৯-০ গোলে তারা হারিয়েছে সাউদাম্পটনকে। প্রিমিয়ার লিগে এ নিয়ে তৃতীয়বার কোনও দল ৯ বার তার চেয়ে বেশি গোলে জেতার নজির গড়লো। এই জয়ের পর শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে সমান ৪৪ পয়েন্ট দাঁড়িয়েছে ম্যানইউর। ২০ ম্যাচে সিটির পয়েন্ট ৪৪। ২২ ম্যাচে গোল ব্যবধানে পিছিয়ে দুইয়ে থাকা ম্যানইউরও সমান ৪৪ পয়েন্ট।