
ওয়েস্ট ইন্ডিজের দেয়া ২৩১ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। দুই ওপেনার তামিম ইকবাল আর সৌম্য সরকার মিলে দ্রুত রান তোলায় মনোযোগ দেন। দলীয় ৫৯ রানে ফিরেছেন সৌম্য।
রোববার (১৪ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ক্রেইগ ব্র্যাথওয়েটের বলে বিদায়ের আগে ৩৪ বলে ১৩ রান তুলেন বাম-হাতি এই ব্যাটসম্যান। স্লিপে থাকা রাকিম কর্নওয়ালের হাতে ধরা পড়েন তিনি।
১৬ ওভার পর ১ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৭০ রান।
ক্যারিয়ারের ২৮তম হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন তামিম ইকবাল। তার সঙ্গে যোগ দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। এরআগে চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১১৭ রানে অল আউট হয় উইন্ডিজরা।