
বাংলাদেশের ক্রিকেটের এক উজ্জ্বল নক্ষত্র সাকিব আল হাসান। এই পর্যন্ত অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন এই তারকা ক্রিকেটার। তারে সমতুল্য ক্রিকেটার বাংলাদেশে নেই বলেই মানেন ক্রিকেট ভক্তরা।
নতুন খবর হচ্ছে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আয়ারল্যান্ড উইভসের বিপক্ষে চারদিনের ম্যাচে ইনিংস ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। আর সফরকারী আইরিশদের একপ্রকার কাঁদিয়ে ছেড়েছেন তরুণ বাঁহাতি স্পিনার তানভির ইসলাম।
প্রথম ইনিংসে ‘৫’, দ্বিতীয় ইনিংসে ‘৮’ উইকেট; জাতীয় দলের দরজা খুলে যাচ্ছে তানভিরের! ক্রিকেট বিশ্লেষকরা বলছে ভবিষ্যতের সাকিব খোঁজ পেল বাংলাদেশ।