
ভাবতেই কষ্ট লাগে একদিন তাদের কাউকেই জাতীয় দলের জার্সি গায়ে মাঠে দেখা যাবে না।
দেখা যাবে না মাশরাফির দুর্দান্ত নেতৃত্ব। দেখা যাবে না ভাঙ্গা পা নিয়ে বোলিং করতে।
দেখা যাবে না মুশফিককে উইকেটের পেছনে দাঁড়িয়ে চেঁচামেচি করতে।
দেখা যাবে না সাকিবের অলরাউন্ডিং পারফরম্যান্স এবং প্রতিবাদ।
দেখা যাবে না তামিমের ডাউন দ্যা উইকেটে এসে মারা বিশাল বিশাল ছক্কা।
দেখা যাবে না মাহমুদউল্লাহর সেই ম্যাচ জেতানো ছক্কা।
ক্রিকেট প্রেমীরা খুব খুব খুব মিস করবে তোমাদের। অমর হয়ে থাকবে ক্রিকেট প্রেমীদের মনে।