
দাঁতের ব্য’থার মতো ক’ষ্ট’কর ব্যথা খুব কমই আছে! প্রথমেই চিকিৎসকের শরণাপন্ন হয়ে কড়া কড়া অ্যা’ন্টিবা’য়োটিক না খেয়ে, ঘরোয়া উপায়ে ব্যথার মোকাবিলা করুন
একটি পাত্রে নারকেল তেলের মধ্যে বেশ কিছুটা লবঙ্গের গুঁড়ো মিশিয়ে নিন। ভাল করে ফেটিয়ে, ব্রাশের সাহায্যে এই মিশ্রণ আ’ক্রা’ন্ত স্থানে লাগান। দিনে তিনবার এমনটা করলে অনেকটা আরাম পাবেন। লবঙ্গে রয়েছে ইউজিনল যা দাঁতের ব্যথা সহজেই কমায়।
নারকেল তেলের অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য দাঁতের গোড়ার নানা সমস্যা ও সমক্রমণ রোধ করে।
এক টুকরো আদা কেটে, যে দাঁতে ব্যথা সেই দাঁত দিয়ে হালকা করে চিবাতে থাকুন। কিছুক্ষণের মাঝেই ব্যথা গায়েব
এক কোয়া রসুন থেঁতো করে যে দাঁতে ব্যথা, সেই দাঁতের ওপর লাগিয়ে রাখুন। রসুনের সাথে একটু নুনও মিশিয়ে নিতে পারেন।
তুলো জলে ভিজিয়ে, বেকিং সোডা লাগিয়ে যে দাঁতে ব্যথা, সেই দাঁতের ওপরে চেপে ধরে রাখুন। অথবা এক চা চামচ বেকিং সোডা এক গ্লাস গরম জলে মিশিয়ে কুলকুচি করুন।