
অস্ট্রেলিয়ার প্রাক্তন সুপারকার ড্রাইভার রিনি গ্রেসিকে দেখে বোঝার উপায় নেই যে তিনি একটা সময় স্টিয়ারিং হাতে রেসিং ট্র্যাকে ঝড় তুলতেন।
বহুদিন আগেই সেই পেশা ছেড়ে নীল ছবির দুনিয়াতে পা রেখেছেন রিনি আর এর জেরে তিনি হয়ে উঠেছেন পৃথিবীর অন্যতম চর্চিত মানুষ।
পরিবারের সম্মতিতেই রিনি নিজের পেশাকে বদলেছেন এবং তার বাবা তাঁর ওপর গর্ব করে বলেও জানিয়েছিলেন রিনি গ্রেসি।
ইনস্টাগ্রামে এখন মাঝেমধ্যেই ঝড় তুলতে দেখা যায় তাঁকে। আপলোড করে থাকেন নিত্যনতুন ছবি।
সম্প্রতি নীল জলরাশির মধ্যে ওয়াটার স্কুটির মধ্যে দাঁড়িয়ে আপলোড করলেন নতুন ছবি যা ইতিমধ্যেই ভাইরাল হলো নেটিজেনদের মধ্যে। দেখে নিন সেই ছবি।