
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের বাবা মুক্তিযোদ্ধা উমর আলীর দুই পা অবশ রয়েছে। তবে তার দুই হাত অবশ হলেও একটু নড়াচড়া করতে পারছেন।
শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডা. তোফায়েল হোসেন ভুইয়া।
তিনি বলেন, ওমর আলীর মাথার পেছনে আঘাত করা হয়েছে। সে কারণে তার স্পাইরাল কার্ডিয়াকে সমস্যা রয়েছে।
তার অবস্থা অপরিবর্তিত রয়েছে। আগামীকাল শনিবার একটি বোর্ড গঠন করে তার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
এর আগে গত বুধবার রাত ৩টা নাগাদ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের বাসায় হামলা চালায় দুর্বৃত্তরা। এতে গুরুতর আহত হন ওয়াহিদা ও তার বাবা উমর আলী।
ওয়াহিদাকে ঢাকায় স্থানান্তর করা হলেও বাবা উমর আলীর চিকিৎসা চলছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।